জেনারেল সায়েন্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর SET-1

 ═══════════════════════

General Science Importance Questions & Answers (জেনারেল সায়েন্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর) SET-1

═══════════════════════

  Science Tutorialহল একটি শিক্ষামূলক ওয়েবসাইট। সকল শিক্ষার্থীদের ঘরে বসে বিনামূল্যে পড়াশোনার ডিজিটাল মাধ্যম। বিভিন্ন চাকরি যেমন– PSC || SSC CGL || SSC MTS || BANK || SCHOOL SERVICE COMISSION || RRB.....প্রভৃতি পরীক্ষার প্রস্তুতির জন্য সেরা ঠিকানা হল SCIENCE TUTORIAL ।

 

এই ওয়েবসাইটে 

 www.sciencetutorial21.blogspot.com প্রতিনিয়ত Mathematics, General Science, General Intelligence & Reasoning, Current Affairs etc. বিষয় গুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেওয়া হয়। যা Upcoming Compititive Exams গুলোর জন্য খুবই উপযোগী। তাহলে দেরি না করে, তোমার প্রয়োজনীয় তথ্য গুলো সংগ্রহ করো এবং পরীক্ষায় সাফল্য অর্জন করো। আর সমস্ত তথ্যের Update পেতে এই ওয়েবসাইটিকে Follow করো।

╔══════════════════╗

Thanks for visiting our Website

╚══════════════════╝




গুরুত্তপূর্ণ প্রশ্ন উত্তর

★ বিষয় - জীবন বিজ্ঞান

★ Cradit by- ST Study Web 

〒〒〒〒〒〒〒〒〒〒〒〒〒〒〒〒〒〒


1. উদ্ভিদের সেই কলার নাম বল যা মূল দ্বারা শোষিত জল ও খনিজ পদার্থ অন্যান্য অংশে সরবরাহ করে?

👉 জাইলেম 


2.নীচের কার্বনের কোন রূপটি / অ্যালোট্রোপটি জল ও অন্যান্য পদার্থ থেকে রঙিন অশুদ্ধি ও দুর্গন্ধ শোষণ করতে ব্যবহৃত হয় ?

👉 চারকোল 


 3. কোন কলার কোষ পৃথকীকৃত হয়ে বিভিন্ন ধরণের স্থায়ী কলা গঠন করে?

👉 মেরিস্টেম্যাটিক 


4. উদ্ভিদের কোনো অংশের মাধ্যাকর্ষণ উদ্দীপক অভিমুখে গমনকে কী বলে?

👉 গ্রাভিট্রপিজম 


5. পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে কটি মৌল রয়েছে?

👉18


6. নিম্নোক্ত কোনটি বলের একক ?

👉নিউটন।


7. কোন প্রজনন অনুমতি দেয় আরো বৃহত্তর পরিবর্তন উৎপন্ন করতে?

👉যৌণ প্রজনন।


8. ওজন ছাড়া নীচের কোনটিকে মৌলের মৌলিক বৈশিষ্ট্য হিসাবে ধরা হয়?

👉পারমাণবিক সংখ্যা।


9.10 মোল CO2 এর ভর কত ?

👉440


10. মহাকাশে মহাকাশচারীরা একে অন্যের সঙ্গে বেতার লিঙ্কের মাধ্যমে কথোপকথন চালান কারণ -

👉শব্দতরঙ্গ মহাকাশে সঞ্চারিত হতে পারে না।

〒〒〒〒〒〒〒〒 ST Study Web 〒〒〒〒〒〒



Post a Comment

0 Comments