নবম শ্রেণী -বাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কাকে বলে,অখন্ড সংখ্যা কাকে বলে, পূর্ণসংখ্যা কাকে বলে,মূলদ সংখ্যা কাকে বলে?,যুগ্ম সংখ্যা কাকে বলে?


গণিত

বাস্তব সংখ্যা

1. স্বাভাবিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।  বস্তুর গণনার প্রয়োজনে 1,2,3,4,5…. ইত্যাদি সংখ্যাগুলি ব্যবহার হয়। এইসব সংখ্যা গুলিকে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন– 55, 56, 100,... ইত্যাদি।   2. অখণ্ড সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।  শূন্য (0)  সহ সকল স্বাভাবিক সংখ্যাকে অখণ্ড সংখ্যা বলে। যেমন– 0,1,2,3…. ইত্যাদি।   3. পূর্ণসংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।  0, ± 1, ±2, ±3, ±4…… ইত্যাদি সংখ্যা গুলিকে পূর্ণসংখ্যা বলে। যেমন– 0, +1, -1, ইত্যাদি।   3. ধনাত্মক পূর্ণসংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।  শূন্য (0) অপেক্ষা বড়ো পূর্ণসংখ্যা (অর্থাৎ 1, 2, 3, 4, …. ইত্যাদি) গুলিকে ধনাত্মক পূর্ণসংখ্যা বলে। যেমন– +1, +2, +3, +4, ……ইত্যাদি।   4. ঋণাত্মক পূর্ণসংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।  শূন্য (0) অপেক্ষা ছোটো পূর্ণসংখ্যা (অর্থাৎ -1, -2, -3, -4, …. ইত্যাদি) গুলিকে ঋণাত্মক পূর্ণসংখ্যা বলে। যেমন– -1, -2, -3, -4, ……ইত্যাদি।   5. মূলদ সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।  যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p ও q পূর্ণসংখ্যা  এবং q ≠ 0 , তাদের মূলদ সংখ্যা বলে। যেমন– 5/7, 2/3 , 11/15, ….. ইত্যাদি।   6. অমূলদ সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।  যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না (যেখানে p ও q পূর্ণসংখ্যা  এবং q ≠ 0), তাদের অমূলদ সংখ্যা বলে। যেমন– √2, √3 , √4, ….. ইত্যাদি।   7. মৌলিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।  যে স্বাভাবিক সংখ্যা 1 এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন– 2, 3, 5,7,11, …. ইত্যাদি।   8. যৌগিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।  যে স্বাভাবিক সংখ্যা 1 এবং ওই সংখ্যাটি ছাড়াও অন্য এক বা একাধিক স্বাভাবিক সংখ্যা দ্বারা বিভাজ্য, তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন– 4, 6, 8, 9, 10, ….. ইত্যাদি।   9. যুগ্ম সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।  যেসব সংখ্যা কেবলমাত্র 2 দ্বারা বিভাজ্য, তাদের যুগ্ম বা জোড় সংখ্যা বলে। যেমন– 2, 4, 6, 8, 10, .... ইত্যাদি।   10. অযুগ্ম সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।  যেসব সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয়, তাদের অযুগ্ম বা বিজোড় সংখ্যা বলে। যেমন– 1, 3, 5, 7, 9, …. ইত্যাদি।   11. বাস্তব সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।  সকল মূলদ ও অমূলদ সংখ্যার সমষ্টিকে বাস্তব সংখ্যা বলে। যেমন– √5, -3/11, ….. ইত্যাদি।


1. স্বাভাবিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।

বস্তুর গণনার প্রয়োজনে 1,2,3,4,5…. ইত্যাদি সংখ্যাগুলি ব্যবহার হয়। এইসব সংখ্যা গুলিকে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন– 55, 56, 100,... ইত্যাদি।


2. অখণ্ড সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।

শূন্য (0)  সহ সকল স্বাভাবিক সংখ্যাকে অখণ্ড সংখ্যা বলে। যেমন– 0,1,2,3…. ইত্যাদি।


3. পূর্ণসংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।

0, ± 1, ±2, ±3, ±4…… ইত্যাদি সংখ্যা গুলিকে পূর্ণসংখ্যা বলে। যেমন– 0, +1, -1, ইত্যাদি।


3. ধনাত্মক পূর্ণসংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।

শূন্য (0) অপেক্ষা বড়ো পূর্ণসংখ্যা (অর্থাৎ 1, 2, 3, 4, …. ইত্যাদি) গুলিকে ধনাত্মক পূর্ণসংখ্যা বলে। যেমন– +1, +2, +3, +4, ……ইত্যাদি।


4. ঋণাত্মক পূর্ণসংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।

শূন্য (0) অপেক্ষা ছোটো পূর্ণসংখ্যা (অর্থাৎ -1, -2, -3, -4, …. ইত্যাদি) গুলিকে ঋণাত্মক পূর্ণসংখ্যা বলে। যেমন– -1, -2, -3, -4, ……ইত্যাদি।


5. মূলদ সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।

যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p ও q পূর্ণসংখ্যা  এবং q ≠ 0 , তাদের মূলদ সংখ্যা বলে। যেমন– 5/7, 2/3 , 11/15, ….. ইত্যাদি।


6. অমূলদ সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।

যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না (যেখানে p ও q পূর্ণসংখ্যা  এবং q ≠ 0), তাদের অমূলদ সংখ্যা বলে। যেমন– √2, √3 , √4, ….. ইত্যাদি।


7. মৌলিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।

যে স্বাভাবিক সংখ্যা 1 এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন– 2, 3, 5,7,11, …. ইত্যাদি।


8. যৌগিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।

যে স্বাভাবিক সংখ্যা 1 এবং ওই সংখ্যাটি ছাড়াও অন্য এক বা একাধিক স্বাভাবিক সংখ্যা দ্বারা বিভাজ্য, তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন– 4, 6, 8, 9, 10, ….. ইত্যাদি।


9. যুগ্ম সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।

যেসব সংখ্যা কেবলমাত্র 2 দ্বারা বিভাজ্য, তাদের যুগ্ম বা জোড় সংখ্যা বলে। যেমন– 2, 4, 6, 8, 10, .... ইত্যাদি।


10. অযুগ্ম সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।

যেসব সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয়, তাদের অযুগ্ম বা বিজোড় সংখ্যা বলে। যেমন– 1, 3, 5, 7, 9, …. ইত্যাদি।


11. বাস্তব সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।

সকল মূলদ ও অমূলদ সংখ্যার সমষ্টিকে বাস্তব সংখ্যা বলে। যেমন– √5, -3/11, ….. ইত্যাদি।


Post a Comment

0 Comments